ঢামেকের সামনে থেকে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ডিএমপির শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ (শুক্রবার) জাতীয় হেল্পলাইন নম্বর ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটের বিপরীত পাশে ফুটপাতে ময়লা-আবর্জনা থেকে একটি ব্যাগের ভেতরে নবজাতক (কন্যা) মরদেহ উদ্ধার করা হয়।
এসআই জানান, কুকুর নবজাতকের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। তা দেখে এক ব্যক্তি 'ট্রিপল নাইনে' ফোন করে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা ওই স্থানে ফেলে গেছে, তা জানা যায়নি বলেও জানান এসআই।