বগুড়ায় আইএফআইসি ব্যাংকের ২৯ লাখ টাকা চুরির অভিযোগ

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের মাটিডালি বিমানমোর উপশাখায় চুরির অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকের দাবি, সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে চোর। বুধবার দিনগত রাতের যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়ে অত্র শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, 'বুধবার ব্যাংকের কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।' তিনি আরও বলেন, 'মাটিডালি বিমানমোড়ে একটি ভবনের দোতলায় আইএফআইসি ব্যাংকের শাখার কার্যক্রম চলে। বুধবার রাতের যেকোনো সময় চোরের দল ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে সমুদয় টাকা নিয়ে আবার সিঁড়ি ঘর দিয়েই পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, 'চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই তারা করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত ছয়বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই।'