শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
কোরবানির ঈদযাত্রা

বাড়ি ফেরার ধুম, স্টেশনে স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিতীয় দিনেও ট্রেনে বিলম্বসূচি মহাখালীতে বাড়তি ভাড়ার অভিযোগ
যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২৪, ০০:০০
আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ছবিটি বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা -ফোকাস বাংলা

আসন্ন ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। এদিন মানুষের বাড়ি ফেরার ধুম পড়ে যায়। স্টেশনে স্টেশনে ছিল উপচেপড়া ভিড়। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ট্রেনে একই চিত্র দেখা গেছে। বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে বিলম্বে ছেড়ে গেছে। এদিকে, প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনালে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের পদচারণায় মুখোর হয়ে ওঠে। এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান।

দ্বিতীয় দিনেও ট্রেনে বিলম্বসূচি: ঈদযাত্রার প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও দেরিতে ট্রেন ছাড়া হয়েছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, বুধবার দুই-একটি ট্রেন দেরিতে ছাড়লেও বৃহস্পতিবার তা হয়নি।

ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত ৩ জুন অগ্রিম টিকিট কেটেছিলেন, তারাই বৃহস্পতিবার ট্রেনে বাড়ি ফিরেছেন।

সরেজমিন দেখা যায়, বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে বিলম্বে ছেড়ে গেছে। দুপুর ১২ টার সময় স্টেশনের ড্যাশবোর্ডে দেখা যায়, ঢাকা থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ১১-৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সঠিক সময় ছাড়েনি।

স্টেশন সূত্রের তথ্যানুযায়ী, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর স্টেশন ত্যাগ করেছে আধ ঘণ্টা পরে। দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬-১৫ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা থাকলেও সেটি সাড়ে ৬টার দিকে স্টেশন ত্যাগ করে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল সাড়ে ৭টায়।

কিশোরগঞ্জের এগারোসিন্ধুর প্রভাতী ছাড়ার সময় ৭-১৫ মিনিট হলেও সেটি ৯টার পর স্টেশন ত্যাগ করে। চট্টগ্রাম রুটের মহানগর প্রভাতী এক্সপ্রেস ৭-৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলে ৮টায় ছেড়ে যায়।

এদিকে সিলেটের পারাবাত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় চলে আসলেও এসব ট্রেন স্টেশনে প্রবেশ করেনি। এসব ট্রেনের অপেক্ষায় পস্ন্যাটফর্মে অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের।

রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সংবাদমাধ্যমকে বলেন, 'ট্রেনগুলো ঢাকায় সময়মতো এলে সময়সূচি মেনে ঢাকা ত্যাগ করতে পারে। ট্রেনগুলো অধিকাংশ সঠিক সময়ই ছাড়ছে, এটাকে সিডিউল জটিলতা বলা যায় না।'

সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় : এদিকে, দেশের প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনালে চোখে পড়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বৃষ্টি উপেক্ষা করেই ছুটছেন গন্তব্যের দিকে।

বৃষ্টির পানি মাথায় নিয়ে লঞ্চে ওঠেন পোশাক শ্রমিক সবুজ। বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাচ্ছেন গ্রামের বাড়িতে। ঈদে কেমন কেনাকাটা হলো জানতে চাইলে সবুজ বলেন, 'ঈদের বেতন ঠিকঠাক পেয়েছি। বেতন পেয়েই সাধ্যের মধ্যেই পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছি। এখন এই বৈরী আবহাওয়ার মধ্যে সহিহ সালামতে বাড়ি যেতে পারলেই বাঁচি।'

মাদ্রাসা শিক্ষার্থী হাফিজুর যাবেন ভোলার লালমোহন উপজেলায়। ঈদের ছুটিতে নাড়ির টানে ঘরেফেরা হাফিজুরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'এক বছর পর বাড়ি যাচ্ছি। মোবাইলে ভিডিওকলে মাকে দেখে মন ভরে না। ঈদের ছুটিতে মাকে দেখতে পাওয়ার আনন্দের কাছে বৃষ্টিতে ভিজার দুঃখ অনেকটাই ফিকে।'

এদিকে যাত্রীদের সাবধানে লঞ্চে উঠার জন্য মাইকিং করে সতর্ক করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিস্নউটিএ)। শুক্রবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা। তারা বলেন, সব রুটেই কমবেশি লঞ্চের সংখ্যা বাড়ানোয় কেবিনের টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। তবে কেবিনের পাশাপাশি ডেকের মধ্যেও যাত্রীর চাপ বেশি রয়েছে।

পবিত্র ঈদুল আজহায় নাড়ির টানে বাড়ি ফিরে যাওয়া ঘরমুখো মানুষের অগ্নিকান্ড ও দুর্ঘটনা-সংক্রান্ত নিরাপত্তায় প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঢাকা ও এর আশপাশে ৮টি পয়েন্টে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে রাখা হয়েছে ভ্রাম্যমাণ টহল ইউনিট।

মহাখালী বাস টার্মিনালে বাড়তি ভাড়ার অভিযোগ : অন্যদিকে, যাত্রীর চাপ বেড়েছে মহাখালী বাস টার্মিনালে। ঈদের ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে টার্মিনালে ঈদে বাড়িফেরা মানুষের ভিড় শুরু হয়। তবে যাত্রীদের অভিযোগ ঈদকে কেন্দ্র করে বাসের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলোতে এমন যাত্রী চাপ দেখা যায়।

মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী শাহ ফতেহ আলী, এস আর ট্র্যাভেলস, এনা পরিবহণ, অভি এন্টারপ্রাইজ, এস আই এন্টারপ্রাইজ, রাজিব এন্টারপ্রাইজ ও একতা পরিবহণের কাউন্টারে যাত্রীদের উপচেপড়া ভিড়।

টার্মিনালে এনা পরিবহণ, ন্যাশনাল পরিবহণ, একতা পরিবহণ, দেশ ট্রাভেলসহ অন্যান্য ভালোমানের বাসগুলোতে ঈদ উপলক্ষে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, শেরপুরগামী কিছু লোকাল কোয়ালিটির বাসে যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাসের নামে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে যাত্রীরা।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা রায়হান রহমান যাবেন শেরপুরে। তিনি বলেন, দুপুরে এসেই টিকিট কেটেছিলাম শেরপুরের। আমার কাছ থেকে ২৮০ টাকার টিকিট ৩৫০ টাকা নিয়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। সময়মতো পৌঁছতে পারলেই হয়।

ময়মনসিংহ যাবেন ব্যবসায়ী এস এম আকরাম। তিনি বলেন, সকালে এসেই এনা পরিবহণের টিকিট কেটেছি। এখন বাসের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। আমার কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয়নি। তবে লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে, যা ছিল তাই ভাড়া নিয়েছে। বৌ-বাচ্চা নিয়ে বাড়িতে ঈদ করতে যাচ্ছি।

আলম এশিয়া বাসের কন্ট্রাক্টর নিজাম উদ্দিন বলেন, 'যে ভাড়া নিচ্ছি এটাকে ভাড়া বেশি বলা যায় না। ঈদের সময় বলে একটু বেশি নেওয়া হচ্ছে। যাত্রীরা কী আমাদের ঈদ বকশিস দেবেন না?'

সায়েদাবাদ বাস টার্মিনালে ভোক্তার অভিযান : অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি বন্ধে বাস কাউন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় সায়েদাবাদ বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

অভিযানে শ্যামলী এন আর ট্রাভেলসের বিক্রীত টিকিট পর্যালোচনা করে ভোক্তা অধিদপ্তর জানতে পারেন ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে টিকিট বিক্রি করা হয়েছে। কাউন্টার ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ স্বেচ্ছায় এই অপরাধ স্বীকার করেছেন। ভবিষ্যতে আর বেশি মূল্যে টিকিট বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার করেন তিনি।

এ ঘটনায় বিধিমোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় বাস কাউন্টারগুলোকে মৌখিক সতর্ক করা হয়।

অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান : এদিকে আমাদের বিশেষ প্রতিনিধি জানান, ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে সিডিউল ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ঈদের পূর্বে ২০টি এবং পরে ৯টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত করছে বিমান।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিবছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট ক্রয় ও ফ্লাইট সিডিউল-সংক্রান্ত বিস্তারিত তথ্যে জন্য িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স এবং বিমান কল সেন্টার নম্বর ১৩৬৩৬ ফোন করার কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে