রাজধানীর গাবতলী এলাকায় এক ঘণ্টার ব্যবধানে বুধবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন মোটর সাইকেলচালক শফিকুল ইসলাম (৪৪) ও মোটর সাইকেলের আরোহী আবুল হাসান (৩৮) এবং বাসচালকের সহকারী বাবুল আলী (৫০)।
দারুসসালাম থানার পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলী জি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেলের আরোহী আবুল হাসানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
দারুসসালাম অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।
নিহত শফিকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিমবঙ্গ বাবুপাড়ায়। আর আবুল হাসানের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার শায়েস্তাপুরে।
এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ছয়টার দিকে গাবতলী বাস টার্মিনালসংলগ্ন রজব আলী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রম্নতগতির সিএনজিচালিত একটি অটোরিকশা বাবুল আলীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল আলী মারা যান। তিনি বাসচালকের সহকারী ছিলেন। গ্রামের বাড়ি ছিল চুয়াডাঙার আলমডাঙ্গা থানার গোবিন্দপুরে। তিনি দারুসসালাম থানার লালকুঠির তৃতীয় কলোনিতে থাকতেন।
এ ব্যাপারে দারুস সালাম অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মফিজুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটিসহ চালক হায়দারকে আটক করা হয়েছে।