শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

  ১২ জুন ২০২৪, ০০:০০
ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) সমসাময়িক জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর গবেষণার ধারাবাহিকতায় মঙ্গলবার 'ঊীঢ়ষড়ৎরহম গধৎরহব জবংড়ঁৎপবং ধহফ ঋড়ংঃবৎরহম ঈড়ড়ঢ়বৎধঃরড়হ রহ গধৎরঃরসব ঞৎধফব, ঝবপঁৎরঃু ধহফ ঝধভবঃু :যৎড়ঁময ওঙজঅ' শীর্ষক দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করে।

এনডিসি অডিটরিয়ামে এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম সেমিনারের উদ্বোধন করেন। সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এম শামীম আহসান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল মো. খুরশেদ আলম এবং ইন্ডিয়ান ওশেন রিম বিজনেস ফোরামের চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ সদস্যদের একটি দল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কমান্ড্যান্ট, এনডিসি, তার সমাপনী ভাষণে, ভারত মহাসাগর অঞ্চলের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং সুযোগগুলো কাজে লাগিয়ে ওঙজঅ এর মাধ্যমে সামুদ্রিক সম্পদ অন্বেষণ এবং সহযোগিতা বৃদ্ধির ওপর সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।

কমান্ড্যান্ট একটি সমসাময়িক বিষয়ে গভীরভাবে অধ্যয়ন এবং তাদের ফলাফল উপস্থাপনের জন্য মূল বক্তাদের ধন্যবাদ জানান। সেমিনারে এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া ও সশস্ত্র বাহিনী বিভাগ, সার্ভিসেস হেডকোয়ার্টার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে