স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ সংবাদ মাধ্যমকে বলেন, 'সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই মন্ত্রী ঢাকায় ফিরবেন।'
২০১৯ সালের মার্চে কাদেরের হৃৎপিন্ডে তিনটি বস্নক ধরা পড়ে। প্রথমে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা করা হয়। তখন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন। পরে কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার
বাইপাস সার্জারি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফেরেন সেতুমন্ত্রী।
ঢামেকের গেট থেকে
যুবকের মরদেহ উদ্ধার
ম যাযাদি রিপোর্ট
ঢাকা মেডিকেলের বাগানের গেটের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৩০ বছর। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নীল কমল জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের পাশ থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃতু্যর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।