শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

দুই সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ৩

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১১ জুন ২০২৪, ০০:০০
দুই সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের দুই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার ভোররাতে উখিয়ার রাজা পালং ইউনিয়নের ৪ নম্বর (এক্সটেনশন) মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্পের এফ বস্নকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ক্যাম্পের এফ বস্নকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই বস্নকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খান (১৮)। ঘটনায় আহত অপর তিনজন হলেন- হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)। এরা সবাই এফ বস্নকের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে