উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ২১ প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স আওয়ার্ড-২০২২ দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন কেরু অ্যান্ড কোংবিডি লিমিটেড 'রাষ্ট্রীয় শিল্প' ক্যাটাগরিতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে।
গত ৯ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও বিশেষ অতিথি সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কেরু অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেনের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক বিনতে শামস, রেক্টর, ফরেন সার্ভিস একাডেমি এবং মাহবুবুল আলম, সভাপতি, এফবিসিসিআই উপস্থিত ছিলেন। সভাপতি করেন মাহমুদ মেজবাহ আলম পরিচালক অতিরিক্ত সচিব ন্যাশনাল অর্গানাইজেশন এমপিও। সংবাদ বিজ্ঞপ্তি