দেশে প্রতিবছর ব্রেইন টিউমারে আক্রান্ত হন ২০ হাজার
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
দেশে প্রতিবছর ব্রেইন বা মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন প্রায় ২০ হাজার মানুষ। এদের চিকিৎসা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে হয়। এমনকি অনেকে বিদেশে গিয়েও চিকিৎসা নেন। এসব হাসপাতালে প্রতিবছর প্রায় ১০ হাজার রোগীর ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার হচ্ছে।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনসের উদ্যোগে বিশ্ব ব্রেইন টিউমার দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত 'ব্রেইন টিউমার সার্জারি ও বাংলাদেশ প্রেক্ষাপট' শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে আলোচকরা এ সব তথ্য জানান।
আলোচকরা বলেন, দেশে সরকারিভাবে ২০টি হাসপাতালে ব্রেইন টিউমারের চিকিৎসা হয়। এ সব হাসপাতালে এক হাজার ২০০ নিউরোসার্জন চিকিৎসা দিচ্ছেন।
তারা আরও বলেন. উন্নত বিশ্বে প্রতি এক লাখ মানুষের মাঝে ১৫ জন ব্রেন টিউমারে আক্রান্ত হন। তবে তৃতীয় বিশ্বে প্রতি এক লাখ মানুষের মাঝে চারজন এ রোগে আক্রান্ত হন। এ হিসাবে বিশ্বে প্রতি বছর আড়াই লাখ মানুষ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে থাকেন।
বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, আমাদের দেশে এখনো ব্রেইন টিউমারের রোগীর সঠিক পরিসংখ্যান নাই। আমরা অনুমান করে ২০ হাজার রোগীর কথা বলছি। আমরা এখন রোগীর সংখ্যার তালিকা তৈরি করতে শুরু করছি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কে এম আতিকুল ইসলাম বলেন, ব্রেইন টিউমার যদি অল্প সময়ে মধ্যে বা প্রাথমিক অবস্থায় ধরা পরে তাহলে রোগীকে চিকিৎসার মাধ্যমে ভালো করা যায়।
চিকিৎসকরা আরও জানান, মস্তিষ্কের অস্ত্রোপচার বেশ কঠিন ও সময়সাপেক্ষ। বাংলাদেশে এক সময় মস্তিষ্কের অস্ত্রোপচার কম হতো। এখন সেটা অনেক বেড়েছে। এর চিকিৎসা নির্ভর করে টিউমারের আকার, ধরন, রোগীর বয়স ও শারীরিক অবস্থার ওপর। সুস্থ-স্বাভাবিক জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত শরীর চর্চা করে ব্রেইন টিউমার প্রতিরোধ করা যায়।
বিএসএমএমইউয়ের সার্জারি অনুষদের ডিন ও বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সোসাইটি অফ নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. হারাধন দেবনাথ প্রমুখ।