পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলায় ৩ কর্মকর্তা আটক
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব অবহেলার অভিযোগে ১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।
আটককৃতরা হলেন- সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন খান, পোলিং কর্মকর্তা ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম এবং জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রিয়াজ হোসেন।
জানা যায়, ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীর ব্যালট পেপার ভোটারের হাতে দিয়ে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারের কাছে না দিয়ে রেখে দেন। ওই ভোটার ভোট কেন্দ্র থেকে বের হয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে জানালে তাৎক্ষণিক তাদেরকে আটক করা হয়।
প্রিজাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন যায়যায়দিন পত্রিকাকে জানান, 'বাহির থেকে অভিযোগ আসে যে ভিতরে দায়িত্বরত ১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২ জন দায়িত্বরত পোলিং কর্মকর্তা তাদের দায়িত্বে অবহেলা করছেন। পরে ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্বে অবহেলার সত্যতা পেয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান জানান, 'প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরে ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'