বাউবিতে দুর্নীতিবিরোধী সচেতনতামূলকর্ যালি

প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'দুর্নীতিবিরোধী সচেতনতামূলক'র্ যালি রোববার বাউবির গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। র্ যালিতে বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, ডিন, পরিচালকরা এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমানসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে শুদ্ধাচার কমিটির সভাপতি ও বাউবি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে 'বাউবিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি