শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১০ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বায়ুদূষণে শীর্ষে দিলিস্নন ১৫তম অবস্থানে রাজধানী ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১১৮টি শহরের মধ্যে রোববার সকালে রাজধানী ঢাকার অবস্থান ছিল ১৫তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এদিন সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ৮৮। বাতাসের এই মান 'মাঝারি বা গ্রহণযোগ্য মানের' বিবেচনা করা হয়।

শনিবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১১৭টি শহরের মধ্যে ঢাকা দশম অবস্থানে ছিল। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ওইদিন সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ছিল ১২৭। বাতাসের এই মান ছিল 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

রোববার সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিলিস্ন। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৮৬। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা ও বাহরাইনের মানামা। জাকার্তার স্কোর ছিল ১৫৮ আর মানামার ১৫৬।

যাত্রাবাড়ীতে গাড়ির

ধাক্কায় নারী নিহত

ম যাযাদি রিপোর্ট

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বিবিরবাগিচায় চলিস্নশোর্ধ্ব এক নারী প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান।

এ ঘটনায় লিপি আক্তার (৪১) নামে ওই নারীর সঙ্গে থাকা তার তিন বছর বয়সি মেয়ে কোল থেকে পড়ে আহত হয়।

যে প্রাইভেট কারের ধাক্কায় ওই নারী নিহত হন সেটির মালিক ব্যবসায়ী সবুজ মিয়া সে সময় চালকের আসনে ছিলেন। তিনিই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সবুজ মিয়া বলেন, চালক না থাকায় তিনি নিজেই গাড়ি নিয়ে বের হন। তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে মা ও মেয়ে। এতে তারা দুজনই আহত হন।

তিনি আরও বলেন, 'তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে লিপি আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে