শিশু ওয়াসিম হত্যা
আসামি এক ভাইয়ের মৃতু্যদন্ড, অন্যজন খালাস
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
নুরউদ্দীন খান সাগর, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আলোচিত শিশু কাজী মশিউর রহমান প্রকাশ ওয়াসিম হত্যা মামলায় আসামি দু-ভাইয়ের মধ্যে একজনের মৃতু্যদন্ড অন্য জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
শিশু ওয়াসিম মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক কাজী বাড়ির কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে।
মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি হলো মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক কাজী
বাড়ির ফজলুল কবিরের ছেলে কাজী নাহিদ হোসেন পলস্নব। এ সময় আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডেও দন্ডিত করেন। খালাস পাওয়া আসামি হলো পলস্নবের ভাই কাজী ইকবাল হোসেন বিপস্নব।
হত্যাকান্ডের দীর্ঘ ১৪ বছর পর গতকাল রোববার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর মিরসরাইয়ের মঘাদিয়া ভূঁইয়া তালুক কাজী বাড়ির কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে পাঁচ বছরের শিশু ওয়াসিমকে হত্যা করে বাড়ির পূর্বপাশের ছনখোলায় ফেলে রাখে। আসামি কাজী নাহিদ হোসেন পলস্নব শিশু ওয়াসিমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে সিগারেটের আগুনের ছ্যাকা দিয়ে শিশুটির মৃতু্য নিশ্চিত করে বাড়িতে চলে যায়। পরে আসামির পরিবারের সদস্যরা ছনখোলা থেকে শিশু ওয়াসিমের মরদেহ বস্তাবন্দি করে পাশের ধানক্ষেতে ফেলে দেয়। শিশুটিকে না পেয়ে চাচা কাজী একরামুল হক মিরসরাই থানায় ২৩ নভেম্বর একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
ঘটনার পরদিন শিশুর বস্তাবন্দি মরদেহ ধান ক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের দিয়ে শিশু ওয়াসিমের মরদেহ শনাক্ত করে। ঘটনাস্থল ছনখোলা থেকে আসামি পলস্নবের মোবাইল ও শিশুটির স্যান্ডেল উদ্ধার করে হত্যাকারীকে শনাক্ত করে এবং পুলিশ পলস্নবকে তাদের বাড়ি থেকে আটক করে। এ সময় পলস্নব ওয়াসিমকে হত্যার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় শিশুর চাচা একরামুল হক একই বছরের ২৪ নভেম্বর মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি পলস্নব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ দিকে রায়ের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, শিশু কাজী মশিউর রহমান প্র. ওয়াসিম হত্যা মামলায় এক আসামির ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি জেলহাজতে থাকায় বিচারক তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলেও জানান তিনি।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস ও অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী (ফারুখ)।
হত্যার শিকার শিশুটির পিতা কাজী মোশাররফ হোসেন বাবলু জানান, 'আমার অবুঝ আদরের সন্তান ওয়াসিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই দুই আসামির মৃতু্যদন্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু মাননীয় আদালত একজনের মৃতু্যদন্ড প্রদান করেছেন। এ ব্যাপারে আমি উচ্চ আদালতে আপিল করব, যাতে ওই আসামিরও সাজা হয়।