বিশ্ব পরিবেশ দিবস পালন করল নিপসম

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

সংবাদ বিজ্ঞপ্তি
'বিশ্ব পরিবেশ দিবস ২০২৪' উপলক্ষে, পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা এবং পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) ৫ই জুন নিপসম অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে। নিপসম প্রাঙ্গণে বৃক্ষরোপণ, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড্ডয়নের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক প্রফেসর ডা. শামিউল ইসলাম। অণুষ্ঠানে প্রধান অতিথি ডা. রোকেয়া সুলতানা, এমপি জলবায়ু পরিবর্তন, দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো পরিবেশগত সমস্যাগুলো সমাধানে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন। একই সঙ্গে পরিবেশগত সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের সামগ্রীক অংশগ্রহণের জন্য আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান ১৯৭০ সালের বন্যার বিধ্বংসী প্রভাবের কথা উলেস্নখ করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক এবং নিপসম-এর পেশা ও পরিবেশ স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মো. শফিউর রহমান পরিবেশগত জরুরি বিষয়গুলো নিয়ে একটি মূল বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে দূষণ, জলবায়ু পরিবর্তন এবং কর্মক্ষেত্রে পরিবেশগত ঝুঁকির প্রভাবগুলিকে তুলে ধরা হয় এবং টেকসই উন্নয়ন ও স্বাস্থ্যকেন্দ্রিক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সমাপনী বক্তব্যে প্রফেসর ডা. শামিউল ইসলাম, পরিচালক, নিপসম, শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উলেস্নখ করেন, যিনি স্বাধীনতার পরপরই ১৯৭৪ সালে নিপসম প্রতিষ্ঠার দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি বলেন, একটি সমৃদ্ধশালী সমাজের জন্য জনস্বাস্থ্য উন্নয়ন সমুন্নত রাখা অপরিহার্য এবং স্বাস্থ্য লক্ষ্য অর্জনের জন্য সক্রিয় কমিউনিটি অংশগ্রহণ অতীব জরুরি। উলেস্নখ্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই জনস্বাস্থ্য উন্নয়ন এবং পরিবেশগত স্থিতিশীলতা উন্নয়নে কাজ করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি