বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি 'বীর উত্তম সুলতান মাহমুদ' নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার টাঙ্গাইলের সখিপুর থানার পাহাড়কাঞ্চনপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত কিলোফ্লাইটের তিনি অধিনায়ক ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান বাঙালি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে 'বীর উত্তম' খেতাবে ভূষিত করা হয়। এ ছাড়া স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং পরবর্তীকালে দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৮ এ ভূষিত করে সরকার।
বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা, দূরদর্শিতা এবং অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে যার অবদানের জন্য এই ঘাঁটির পুনঃনামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাবিবা ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।