বায়ুদূষণে বিশ্বের ১১৭ শহরের মধ্যে ঢাকা দশম

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের ১১৭টি শহরের মধ্যে শনিবার সকালে রাজধানী ঢাকার অবস্থান ছিল দশম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এদিন সকাল ১০ টার দিকে ঢাকার স্কোর ১২৭। বাতাসের এই মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। এর আগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১১৭টি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে ছিল। বেলা ১১টার দিকে ঢাকার স্কোর ছিল ১৭০। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' ধরা হয়। শনিবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল উগান্ডার কাম্পালা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৮১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ভারতের দিলিস্ন। দুবাইয়ের স্কোর ১৬৩। দিলিস্নর ১৬২। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।