প্রধানমন্ত্রীর বক্তব্য ধূম্রজাল সৃষ্টির কৌশল : ফখরুল
আজ বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
''কালো টাকা' বৈধ করার সুযোগ দেওয়াকে বড়শিতে আধার গেঁথে মাছ শিকারের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রীর যে বক্তব্য দিয়েছেন, তাকে 'ধূম্রজাল' সৃষ্টির কৌশল'' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে প্রয়াত সিরাজুল আলম খানের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে 'বাঙালির জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাঘব-বোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বড়শিতে আধার গেঁথে মাছ শিকার হাস্যকর কথা। ওই মাছের টোপ দিয়ে যাদের ধরবে, তারা নিজেরাই তো দুর্নীতির সঙ্গে জড়িত। বাজেট দেখলেই তা বুঝা যায় যে, রাঘর-বোয়ালদের খাবারের আরেক ব্যবস্থা করেছে। প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এটা ক্ষতি ছাড়া আর কিছুই করবে না। এমন সময় এসব কথা বলে ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে রাখা হবে।
সিরাজুল আলম খানের প্রতি দলের চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা জানানোর কথা উলেস্নখ করে বিএনপি মহাসচিব বলেন, অথচ আওয়ামী লীগ থেকে কোনো শোক বাণী দেওয়া হয়নি। কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন, তাকে সহানুভূতি দিতে চায়নি। সেই একই কারণে জিয়াউর রহমানকে তারা সহ্য করতে পারে না, অনেককে পারে না।
মির্জা ফখরুল বলেন,
বাংলাদেশ একটা ভয়ংকর সংকটের মধ্যে পতিত হয়েছে। ক্ষমতাসীনদের নিপীড়নে দেশের অস্তিত্ব হুমকির মুখে। এমন একটি শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা দেশের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন সবাই বাংলাদেশের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি চায়। এ অবস্থা থেকে উত্তরণে ?যুগপৎ আন্দোলনে থাকা সবাই মনে করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।
ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে দল-মতনির্বিশেষে ছোটখাটো ভুল-ত্রম্নটি ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে আন্দোলন করতে হবে। একাত্তরের চেতনা ধারণ করে একজোট হয়ে আবার লড়াই শুরু করে তাদের পরাজিত করা সম্ভব হবে।
জেএসডির সভাপতি আসম আবদুর রবের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপস্নবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাংলাদেশ জাসদের নুরুল আম্বিয়া, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির নির্বাহী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপ্ন, কেন্দ্রীয় নেতা তানিয়া রব, মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির প্রমুখ বক্তব্য রাখেন।
আজ বিএনপির সংবাদ সম্মেলন
এদিকে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এদিন বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে বক্তব্য রাখবেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন- স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দেশের অর্থনীতি, ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতি নিয়ে বক্তব্য রাখতে পারেন।
স্থায়ী কমিটির একজন সদস্য জানান, সর্বশেষ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলন করছেন মির্জা ফখরুল। ওই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়। সম্মেলনে এ বিষয়ে কর্মসূচির ঘোষণা দিতে পারেন তিনি।
এ ছাড়া গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাবেন মির্জা ফখরুল। এতে বাজেটের অর্থনৈতিক ও রাজনৈতিক দিক তুলে ধরার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বাজেট ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল প্রস্তাবিত বাজেট প্রকৃতপক্ষে 'বাংলাদেশবিরোধী বাজেট' বলে মন্তব্য করেছেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রতিক্রিয়া জানিয়েছেন।