একযোগে কাজ করবে এমসিআরআই ও ইনসেপটা

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বৈশ্বিক স্বাস্থ্যসেবায় নতুনমাত্রা যোগ করতে জীবনরক্ষাকারী ওষুধ আবিষ্কারে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি. এবং মারডক চিলড্রেনস রিসার্চ ইনস্টিটিউট (এমসিআরআই) যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। এমসিআরআই এরই মধ্যে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি নিবন্ধন চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী শিশু এবং কমবয়সি বাচ্চাদের ক্ষেত্রে ভয়াবহ ডায়রিয়ার মূল কারণ হিসেবে কাজ করা রোটাভাইরাসের প্রভাব কমিয়ে আনতে এই যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। আশির দশকের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অধ্যাপক রুথ বিশপ এসি এবং তার সহকর্মীরা প্রাকৃতিকভাবে সৃষ্ট রোটা ভাইরাসের প্রতিষেধক আরভি থ্রি-বিবি আবিষ্কার করেন, যা জন্মকালীন ডায়রিয়া থেকে নবজাতকদের রক্ষা করে। বিজ্ঞপ্তি