রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

যমুনা গ্রম্নপ কর্মসংস্থানের পাশাপাশি আর্থ-সামাজিক ও শিক্ষার উন্নয়নে কাজ করছে : সুমাইয়া রোজালিন ইসলাম

মাধবপুর প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ০০:০০
মাধবপুর যমুনা গ্রম্নপের সহযোগী লাইফ স্টাইল ব্র্যান্ড হুর'র উদ্যোগে কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। পাশে হুর'র ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও যমুনা গ্রম্নপের পরিচালক শামীম ইসলাম -যাযাদি

হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে মাধবপুর-চুনারুঘাটে ফলজ বৃক্ষরোপণ শুরু হয়েছে। আমরা যদি প্রত্যেকেই একটি করে আমের চারা রোপণ করে যত্ন করি, তাহলে এ এলাকা রাজশাহীকে ছাড়িয়ে যাবে। তাই সব শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি ফলজ বৃক্ষ লাগিয়ে তাতে যত্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।'

শুক্রবার বিকালে হবিগঞ্জের মাধবপুর যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যমুনা লাইফ স্টাইল ব্র্যান্ড হুর'র উদ্যোগে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় যমুনা গ্রম্নপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা লাইফ স্টাইল ব্র্যান্ড হুর'র ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা গ্রম্নপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, 'আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল প্রায় ৫০ বছর আগে যমুনা গ্রম্নপ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আর্থ-কর্মসংস্থানের সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক চাকাকে সচল রাখতে কাজ করে গেছেন। এরই অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠা করে প্রায় ৩০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।'

তিনি আরও বলেন, হুর ইতোমধ্যে নিত্যনতুন ডিজাইন ও মানসম্পন্ন পোশাক নিয়ে মানুষের মন জয় করেছে। অচিরেই এ এলাকায় হুর'র একটি শোরুম হবে, সেখান থেকে কৃতি শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে পোশাক ক্রয় করতে পারবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং তাদের পাশে থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং তাদের যোগ্য ও কর্মক্ষম জনশক্তিতে পরিণত করতে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। হবিগঞ্জে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে যমুনা গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, 'আমার মরহুম পিতার যে স্বপ্ন নিয়ে যমুনা গ্রম্নপ প্রতিষ্ঠা করেছিলেন তা সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। মাধবপুর যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অচিরেই যমুনা পলি সিল্ক, যমুনা রোপ ডেনিম, রোপ স্পিনিং টায়ার, পেপার মিল ও যমুনা পাওয়ার পস্ন্যান্ট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যমুনা গ্রম্নপ কর্মসংস্থানের পাশাপাশি আর্থ-সামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ গ্রম্নপের উদ্যোগে ইতোমধ্যে ৫ হাজার ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।'

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার। এছাড়া যমুনা গ্রম্নপের জিএম মো. শহিদুল ইসলাম, ডেপুটি এডিটর বিএম জাহাঙ্গীর, হুরের হেড অব অপারেশন মোহাম্মদ মেহমুদ গুঞ্জাল, ডেপুটি মার্কেটিং লুকমান বিন আরিফ, সিএমও আব্দুল হাকিম, জেনারেল ম্যানেজার অডিট জুলফিকার হায়দার, হেড অব সেলস সৌমিত রঞ্জন মজুমদার, এজিএম রুহুল কে সাগর, জিএম অ্যাকাউন্স সারোয়ার মজুমদার রাজিব দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে