সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন দেশের বিচারপতির শ্রদ্ধা ম গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটান হাইকোর্টের বিচারপতি। শুক্রবার সকাল সোয়া ১০টায় টঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পৃথকভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শ্রদ্ধা জানান। পরে বিচারপতিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বন্ধুপ্রতিম দেশ ভুটান ও নেপাল আমাদের অনেক সহযোগিতা করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ এ দেশ দু'টিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যুবসমাজকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান মেয়র আতিকের ম যাযাদি রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে যুবসমাজকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাব আয়োজিত জয় বাংলা ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ডিএনসিসি মেয়র বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন সবার মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মেধাবী ও সুস্থ মানুষ দরকার। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীর চর্চা আবশ্যক।' এ সময় তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের অবদানের কথা উলেস্নখ করেন। ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার। মেয়র হানিফ ফ্লাইওভারে তরুণ নিহত ম যাযাদি রিপোর্ট রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাঈম ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাঈম ইসলামের বোন নিপা আক্তার বলেন, রাতে দুই বন্ধু মোটর সাইকেলে করে হানিফ ফ্লাইওভার দিয়ে শনিরআখড়া যাচ্ছিল। ফ্লাইওভারের ওপরে কলাপট্টি এলাকায় যাওয়া মাত্রই পেছন থেকে একটি মোটর সাইকেল ওভারটেক করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা।