রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

করের বোঝা আরও বাড়বে আবু আহমেদ

যাযাদি রিপোর্ট
  ০৭ জুন ২০২৪, ০০:০০
অধ্যাপক আবু আহমেদ

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি অনেক আগেই খারাপের দিকে চলে গেছে। তাই এখন সরকার এগুলো সামাল দিতে বাড়তি করারোপ করছে। আগামী অর্থবছরে

করের বোঝা আরও বাড়বে। মূল্যস্ফীতি কমবে না, প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে সেটিও অর্জিত হবে না।

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দৈনিক যায়যায়দিনের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ ধরা হয়েছে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। বাস্তবে মূল্যস্ফীতি কমবে না, প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে সেটিও অর্জিত হবে না। এখানে সরকারেরও কিছু করার নেই। কারণ ইকোনমিক ব্যাড ম্যানেজমেন্টের কারণে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর আগের কিছু ভুল সিদ্ধান্তের কারণে এখন পরিস্থিতি খারাপ। বিশেষ করে বৈদেশিক ঋণ নেওয়ার কারণে এখন কিস্তি ও সুদ দিতে প্রচুর ব্যয় হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তথা ডলারের মজুদ কমছে।

অতিরিক্ত করারোপের বিষয়ে আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে আগে কখনো মুলধনী মুনাফা ছিল না। এবারই প্রথম ৫০ লাখ টাকার অধিক মুনাফা হলে কর দিতে হবে। এটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বা মুলধনী মুনাফা কর বলে।

তিনি বলেন, আইএমএফের চাপেই সরকার সর্বত্র কর বাড়াচ্ছে। আইএমএফ সামান্য কিছু অর্থ ঋণ দিয়ে অতিমাত্রায় খবরদারি করে। সেখানে সরকার কেন যায়? মোবাইলে কথা বলা ইন্টারনেটের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। এতে মানুষের খরচ বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে