কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির্ যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে নর্থ-সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ৪ জুন প্রকাশিত এইর্ যাঙ্কিংয়ে ৯০১-৯৫০ ব্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে এনএসইউ।
এবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির্ যাঙ্কিংয়ের ২১তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বের ১০৪টি দেশের এক হাজার ৫০৩টি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়। পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে এইর্ যাঙ্কিং করা হয়েছে : গবেষণা ও আবিষ্কার, কর্মসংস্থান ও ফলাফল, অভিজ্ঞতা, বৈশ্বিক সম্পৃক্ততা এবং স্থায়িত্ব। এই সংস্করণের্ যাঙ্কিং পদ্ধতিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় অগ্রাধিকার দেয়া হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, 'এই অর্জন সবার কঠোর পরিশ্রমের ফলাফল। সেরা হওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাওয়ার জন্য সব শিক্ষক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রচেষ্টায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।' সংবাদ বিজ্ঞপ্তি।