পানিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারের কাছে কি আলাদিনের চেরাগ আছে

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

বরগুনা প্রতিনিধি
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, 'নদীমাতৃক দেশ বাংলাদেশ সরকারের একার পক্ষে সব কাজ করার সম্ভব নয়, সরকারের কাছে কি আলাদিনের চেরাগ আছে যে, চাইলেই সব ঠিক করে দিবে। জনগণের উচিত সচেতন হওয়া, বেড়িবাঁধের পাড়ে প্রচুর গাছ লাগাতে হবে।' মঙ্গলবার বরগুনার পাথরঘাটা উপজেলায় আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। স্পিডবোটযোগে বরগুনার নদীভাঙন এলাকা ঘুরে দেখেন ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নদীভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুস সালাম এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব প্রমুখ।