শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও করণীয় শীর্ষক কর্মশালা

  ০৫ জুন ২০২৪, ০০:০০
দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও করণীয় শীর্ষক কর্মশালা

দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এস.ই.এল.) উদ্যোগে ৬ জুন ঘবি তবধষধহফ ভিত্তিক প্রতিষ্ঠান "ডঝউঅ" এর সহযোগিতায় সম্মানিত ল্যান্ডওনার ও ফ্ল্যাটওনারদের নিয়ে 'অরচার্ড কনভেনশন হল', অরচার্ড পয়েন্ট শপিং কমপেস্নক্স, পস্নট নং- ১৭, রোড নম্বর- ৭, ধানমন্ডি, ঢাকায় 'আকস্মিক দুর্যোগ ও দুর্যোগকালীন সময় পরিস্থিতি মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও করণীয়' শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝঊখ-এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশন (ইজগঈঅ), জঊঐঅই (রিহ্যাব) ও ইঝঞছগ (বিএসটিকিউএম) এর সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন এবং গ্রাহক সেবার মান আরও অধিকতর উন্নতির আশা প্রকাশ করে বলেন- 'ব্যবসা সাময়িক, সম্পর্ক সারা জীবনের। তাই আমরা শুধু অর্থ উপার্জনের কথা চিন্তা করি না, বরং সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করি।' তিনি ঝঊখ-এর এই সুদীর্ঘ ৪১ বছরের চলার পথে সম্মানিত ল্যান্ডওনার ও ফ্ল্যাটওনারদের সার্বিক সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কোম্পানির নির্বাহী পরিচালক মেজর জেনারেল মনিরুল ইসলাম আখন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ল্যান্ডওনার ও ফ্ল্যাটওনারদের মধ্য থেকে অনেকেই বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে