শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৫ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

নির্মাণাধীন ভবনের

ছাদ থেকে পড়ে

শ্রমিকের মৃতু্য

ম যাযাদি ডেস্ক

সাভারের বিরুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হাসান আলী নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃতু্য হয়েছে।

মঙ্গলবার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ার জাহানারা আক্তারের মালিকানাধীন মায়ের স্মৃতি জাহান প্যালেসে এ দুর্ঘটনা ঘটে।

হাসান আলী পিরোজপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি সাভারের উলাইলের সিরামিকস বাজার সংলগ্ন

একটি বাড়িতে ভাড়া থেকে স্যানিটারি

মিস্ত্রির কাজ করতেন।

নিহত হাসান আলীর স্ত্রী সুলতানা নাসরিন সীমা জানান, সকালে বিরুলিয়ার ওই এলাকায় কাজে যান তিনি। দুপুর বেলায় শুনতে পাই ছয়তলা ভবনের ছাদ থেকে রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে গেছেন। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। আমরা কোনো অভিযোগ দায়ের করিনি।

এ ব্যাপারে বাড়ির ঠিকাদার শামীম পাটোয়ারী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। হাসান আলী আমার বাসাতেই ভাড়া থাকতেন। সকালে কাজ করার সময় রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে মারা যান। নিরাপত্তাজনিত ত্রম্নটির কারণে তার মৃতু্য হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি শামীম পাটোয়ারী।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দিদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ পরিবার নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদনহীন বিদেশি

শিশুখাদ্য বিক্রি

জরিমানা

ম যাযাদি ডেস্ক

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন বিদেশি শিশু খাদ্যপণ্য বিক্রয়, আমদানির পক্ষে সঠিক প্রমাণ দেখাতে না পারাসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।

তিনি জানান, প্রতিষ্ঠানটিতে শিশু খাদ্যসহ অন্য পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এ ছাড়া পণ্যের ওজন-পরিমাণ নেই এবং ক্রয়ের কোনো রসিদ দেখাতে পারেনি।

ইমরান মাহমুদ ডালিম বলেন, প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন বিদেশি শিশুখাদ্য বিক্রি হচ্ছিল। তারা আমদানির পক্ষে সঠিক প্রমাণ, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য জানাতে পারেননি।। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে