শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কেরানীগঞ্জে ডাকাত চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৩ জুন ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জে ডাকাত চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া বেশকিছু সিরিজ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার আনোয়ার ও বোমা স্বপনসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, এক ভরি স্বর্ণ ও নগদ ৪৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

শনিবার রাজধানীর কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

\হরোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর রশিদ এসব কথা বলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডাকাত সর্দার আনোয়ার দেওয়ান (৪২), হাতকাটা সাব্বির ওরফে বোমা স্বপন (৫২), মঞ্জু মৃধা (৪৫), কামাল খাঁ (৪২), কালু হাওলাদার (৪৪), মনির হোসেন মোলস্না (৪১), সেলিম বেপারী (৬০), চাঁন শরীফ শেখ (৫০), ওমর ফারুক মাদবর (২৩), সুমন মোলস্না (৪০), নূরে আলম (৪২), সোলোমান (৫০), কাজল দেবনাথ (৪৭) ও মাহাবুব মৃধা (২৩)।

ওসি মামুন-অর রশিদ বলেন, গত ৪ মে পুরাতন বাক্তারচর ও ১৮ মে আরাকুল এলাকায় ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের কাজে সরাসরি জড়িত থাকায় কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কামরাঙ্গীরচরসহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে