বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভ্রাতৃত্বের ইসলামপুরে রাষ্ট্রদূত

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেছেন, 'সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ। বাংলাদেশ দক্ষ জনশক্তি, ক্রীড়া, সংস্কৃতি, টুরিজম, নিরাপত্তা অংশীদারত্বের প্রমাণ রেখেছে। সৌদি সরকার বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়ে থাকে। ভবিষ্যতে তা আরও বেগবান করতে এটা নিয়ে ধর্মমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা দুই দেশের জনগণ ভাই ভাই, মুসলিম ভ্রাতৃত্ব পূর্ণতা পেয়েছে। বাংলাদেশিরা যাতে ভিসা ছাড়া সৌদি আরবে ওমরা ও হজ পালন করতে পারে সেজন্য আমারা কাজ করে যাচ্ছি। তিনি রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।' রোববার জামালপুরের ইসলামপুরে ঐতিহাসিক সফরে গিয়ে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে 'ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আ. হামিদ জমাদ্দার প্রমুখ।