শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ঈশ্বরদীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

ঈশ্বরদী প্রতিনিধি
  ০৩ জুন ২০২৪, ০০:০০
ঈশ্বরদীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগমকে (২৯) হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলায় পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নে চক সিংগিপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। আর মিলন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শহরের বাসুনিয়া পট্টি এলাকার শুকুর আলীর ছেলে সে পেশায় টাইলস্‌ মিস্ত্রি।

রিনা ঈশ্বরদী ইপিজেডে রেনেসাঁ কোম্পানিতে শ্রমিক পদে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী উভয়ই কর্মজীবী হওয়ার সুবাদে তাদের মধ্যে সন্দেহের প্রবণতা বাড়তে থাকে। প্রায়ই রিনার অন্যত্র সম্পর্ক (পরকীয়া) আছে সন্দেহে তাদের মধ্যে খুনসুটি লেগেই থাকত। এ কারণে স্বামী-স্ত্রী হয়েও দু'জনেই একই এলাকার আলাদা বাড়িতে বসবাস করেন। বিষয়টি মিলন মেনে নিতে না পেরে রোববার সকালে কাজে যাওয়ার সময় রিনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রিনা মারা যান। এসময় স্থানীয়রা মিলনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্বামী মিলনকে আটক করেছে। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে