স্বাচিপের আইসিএমএইচ শাখার কমিটি ঘোষণা

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ মে স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ডা. তাহমিনা আফরিন ডেইজিকে সভাপতি, ডা. নাজমুল হোসেন মুক্তকে সহ-সভাপতি (১), ডা. সাইয়েদুর রহমান সম্রাটকে সহ-সভাপতি, ডা. মো. আসিফ ইকবালকে সাধারণ সম্পাদক, ডা. নাঈমুল হাসান পস্নাবনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ডা. আফরুজুল আলমে কোষাধ্যক্ষ করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদককে ওই শাখার পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদনের জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নতুন কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় ডা. নাজমুল হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সহ-সভাপতি (১) এর পদ থেকে অব্যাহত চেয়ে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সভাপতি বরাবরে লিখিত চিঠি দিয়েছেন। এতে তিনি সহ-সভাপতি (১) এর দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ব্যক্তিগত কারণে ওই কমিটিতে দায়িত্ব পালন করতে পারছেন না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আগের কমিটিতে এ হাসপাতালের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান সভাপতি এবং ডা. নাজমুল হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। গত ১১ মে আইসিএমএইচ'র সম্মেলনে তাদের পূর্বের স্ব-স্ব পদে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অদৃশ্য কারণে ওই সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। পরে ডা. নাজমুল হোসেনকে সহ-সভাপতি (১) পদ দেওয়া হলে এ কমিটি থেকে ছিটকে পড়েন ডা. আব্দুল মান্নান। জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে সম্পৃক্ত ডা. আব্দুল মান্নানকে কমিটিতে ঠাঁই না দেওয়ায় এ নিয়ে স্বাচিপের আইসিএমএইচ শাখার চিকিৎসকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এযাবৎ দেওয়া বিভিন্ন ইউনিটের ৫০টির বেশি কমিটিতে হাসপাতাল প্রধানকে সভাপতি করা হলেও ডা. আব্দুল মান্নানকে কেন বঞ্চিত করা হলো তা নিয়ে বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে। যদিও এ ব্যাপারে ডা. আব্দুল মান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি।