লাগেজে শরীরের খন্ডিত অংশ, মাথা মিলল পলিথিনে

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

ময়মনসিংহ বু্যরো
ময়মনসিংহে সুতিয়া নদীর ব্রিজের নিচে পড়ে থাকা লাগেজ থেকে এক যুবকের চার টুকরা খন্ডিত অংশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মনতলা ব্রিজের নিচে থেকে জেলা গোয়েন্দা পুলিশ টুকরাগুলো উদ্ধার করে। ব্রিজের নিচে লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজ খুলে এক যুবকের খন্ডিত মরদেহ দেখতে পায়। তবে এ পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কালো রঙের ট্রলি ব্যাগের ভেতরে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় আলাদা পলিথিনে মোড়ানো ছিল লাশটি। উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ভিকটিমের পরিচয়, খুনের রহস্য উদ্ঘাটন ও সার্বিক বিষয় নিয়ে কাজ করছে পুলিশ। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুল ইসলাম ফকির জানান, পূর্বপরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়ে লাশ চার টুকরো করে ব্রিফকেসে ভরা হয়। পরে কোনো এক সময় খুনি চক্র ব্রিফকেস ভর্তি লাশটি ব্রিজের নিচে ফেলে সটকে পড়ে। তদন্তের পরে জানা যাবে হত্যাকান্ডের মূল রহস্য ও লাশের পরিচয়।