শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০২ জুন ২০২৪, ০০:০০
আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, 'দেশে এখনো সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে। যেকোনো দেশেই তিন মাসের রিজার্ভ থাকলেই কোনো সমস্যা হয় না, আমাদের কিছুটা বেশিই আছে। যদি বিদেশ থেকে রেমিট্যান্স আসে ও বিদেশে রপ্তানি বিনিয়োগ বাড়ানো যায়, তাহলে সুবিধা হবে।'

শনিবার বিকালে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'দেশ বর্তমানে অর্থনীতির চাপের মধ্যে রয়েছে। এক সময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল। সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। যেহেতু আমাদের রিজার্ভ কমে আসছে তখন তো আমরা একটু চাপে থাকবই।

আলুর দাম বাড়ার বিষয়ে টিটু বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে আলুর দাম সর্বনিম্ন বাংলাদেশে। বর্তমানে হোলসেলে আলুর মূল্য ৫০ টাকা।'

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'সবসময় আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করি। ঈদেও নিয়ন্ত্রণে থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেন রপ্তানি করা যায় বিদেশে, সে ব্যবস্থা করছি। এ বছর হস্তশিল্পকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।'

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে