স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সামার ভর্তি মেলা শুরু

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

সংবাদ বিজ্ঞপ্তি
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী ভর্তিমেলা। সামার-২০২৪ সেমিস্টার উপলক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরীর মেইন ক্যাম্পাসে শুরু হয়েছে এ ভর্তিমেলা। মেলায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা পাবেন ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় ও টিউশন ফির ১০ শতাংশ (প্রথম সেমিস্টার) ছাড়সহ আকর্ষণীয় উপহার। শনিবার সকালে স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিও চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ফিতা কেটে ভর্তিমেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটর বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউল হাসান, ভর্তিমেলা কমিটির কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। ৩ জুন পর্যন্ত ভর্তিমেলা অব্যাহত থাকবে। উক্ত মেলায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা পাচ্ছেন ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় ও টিউশন ফির ১০ শতাংশ (প্রথম সেমিস্টার) ছাড়সহ আকর্ষণীয় উপহার। মোট ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে।