শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বাউবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ওপর সেমিনার

  ০১ জুন ২০২৪, ০০:০০
বাউবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ওপর সেমিনার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাস্পাসে বৃহস্পতিবার ওপেন স্কুল ও টঐঈউ ঋড়ঁহফধঃরড়হ, ঘণ-এর যৌথ আয়োজনে ৫:য ঝবসরহধৎ ড়হ ঝঢ়বপরধষ ঊফঁপধঃরড়হ-শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। টঐঈউ ঝরহমধঢ়ঁৎ এর ঊফঁপধঃরড়হধষ ঞযবৎধঢ়রংঃ ড. তাহমিনা হক ঊসঢ়ড়বিৎরহম ঊফঁপধঃরড়হ: টহফবৎংঃধহফরহম ঝঢ়বপরধষ ঘববফং ধহফ অঁমসবহঃধঃরাব ধহফ অষঃবৎহধঃরাব ঈড়সসঁহরপধঃরড়হ' বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ, ভাষারীতি, সার্বক্ষণিক কার্যক্রম, সামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশে নানা প্রতিবন্ধকতা ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, 'পাঠ্যপুস্তকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশদের জীবনমান ও বেড়ে ওঠার বিষয়গুলোর ওপর আরো জোর দেয়া প্রয়োজন। তবে, আশার কথা হলো ইদানীং অভিভাবকসহ আত্মীয়স্বজন, প্রতিবেশীরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ও যত্নবান। বাউবি স্পেশাল, অটিজম শিক্ষার্থীদের নিয়ে সময়োপযোগী বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।'

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তাদের লেখাপড়া, কর্মসংস্থান ও গুণগতমানের ওপর দৃষ্টি দিতে হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামালসহ বিভিন্ন স্কুলের ডিন পরিচালক, শিক্ষক, কর্মকর্তা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনা করেন ওপেন স্কুলের শিক্ষক ড. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে