সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাসে অচেতন ফল ব্যবসায়ীর মৃতু্য ম যাযাদি রিপোর্ট রাজধানীতে চলন্ত বাসে আসিফ (২৫) নামে এক ফল ব্যবসায়ীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত আসিফের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। স্ত্রীকে নিয়ে ঢাকার সাভার বাইপাইলে থাকতেন তিনি। সেখানেই ফল ব্যবসা করতেন। আসিফকে হাসপাতালে নিয়ে আসা মামা শ্বশুর সিরাজুল ইসলাম জানান, গত রোববারে আসিফ ঢাকা থেকে সাতক্ষীরা গিয়েছিল সেখানকার আম কিনতে। সেখানে গিয়ে আম কিনে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেন। আর বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা থেকে মাস্টার পরিবহণ নামে একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন আসিফ। পথে বাসের স্টাফরা আসিফকে অচেতন অবস্থায় দেখতে পান। বাসটি যাত্রাবাড়ী এলাকায় এলে তাকে বাস থেকে নামিয়ে ধোলাইপাড় মর্ডান হাসপাতালে নিয়ে যান স্টাফরা। এর মধ্যে স্বজনদের খবর দেওয়া হয়। পরবর্তীতে স্বজনরা সেখানে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বাসের স্টাফদের সঙ্গে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে, বাসের ভেতরে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে থাকতে পারেন। তবে তার সঙ্গে মোবাইল ফোন এবং মানিব্যাগ অক্ষত রয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আসিফ নামে যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি অজ্ঞানপার্টি খপ্পরে পড়েছিলেন এমন সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃতু্যর কারণ নিশ্চিত হওয়া যাবে। সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে শিয়াল ফ্লাইট অবতরণে ২৫ মিনিট দেরি ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় একটি উড়োজাহাজ অবতরণে ২৫ মিনিট দেরি হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই সময় রানওয়েতে একটি শিয়াল এদিক-সেদিক ছোটাছুটি করছিল। তখন উড়োজাহাজের পাইলট বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এ সময় উড়োজাহাজটি বিমানবন্দরের ওপরে চক্কর দিচ্ছিল। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দেন। নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে। এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপস্নব কুমার ঘোষ বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রম্নত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে উড়োজাহাজ অবতরণে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই উড়োজাহাজের এক যাত্রী বলেন, 'উড়োজাহাজটি এমনিতে ২০ মিনিট দেরিতে ছেড়েছিল। সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসে। তখন পাইলট উড়োজাহাজটি আবার ওপরে তোলেন। সৈয়দপুরের আকাশে কয়েকবার চক্কর দিয়ে অবতরণ করে। যাত্রীদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।'