শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

শেকৃবিতে বিভিন্ন অনিয়ম তদন্তে ইউজিসির কমিটি

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৪, ০০:০০
শেকৃবিতে বিভিন্ন অনিয়ম তদন্তে ইউজিসির কমিটি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত করতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে। আর সদস্য করা হয়েছে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীরকে।

এর আগে গত ১৬ মে জনবল নিয়োগ, টেন্ডার, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেয় ইউজিসি। ওই চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য কমিশনে পাঠাতে অনুরোধ করা হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, 'শুনেছি ইউজিসি তদন্ত কমিটি করেছে। তদন্তাধীন কোনো বিষয়ে মন্তব্য করব না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে