বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকার বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপেস্নক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়েছে। অন্যদিকে, ওয়ারটার পোলো প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ প্রধান অতিথি হিসেবে খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের (ইউনিট) এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৬ মে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমান সদরের (ইউনিট) এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. আবু রায়হান। প্রতিযোগিতায় বিমান বাহিনীর ৭টি দল অংশ নেয়। আইএসপিআর