নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত'র চতুর্থ মৃতু্যবার্ষিকী পালন

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. ইমামুল কবীর শান্তর চতুর্থ মৃতু্যবর্ার্ষিকী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও এতিম দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং বিকাল ৩টায় উত্তরাস্থ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক প্রধান অতিথি এবং চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক হাসেম খান বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সর্াভিস প্রাইভেট লি.-এর চেয়ারম্যান ডা. আহসানুল কবির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১মি. নীরবতা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি.-এর ভাইস চেয়ারম্যান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাফিজুর রহমান পুলক ও এসএ বরকতুলস্নাহ বাবু মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি