সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে সাইবার হামলার হুমকি শনাক্ত করেছে ক্যাসপারস্কি ম যাযাদি ডেস্ক ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাত লাখের বেশি সাইবার হামলার হুমকি শনাক্ত করেছে ক্যাসপারস্কি। সাইবার হামলার ত্রম্নটি শনাক্তের পাশাপাশি সেগুলো দ্রম্নত বস্নকও করেছে অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। সাইবার হামলার হুমকি শনাক্তের সংখ্যা ২০২২ সালের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্যাসপারস্কি। এতে বলা হয়েছে, ওয়েব বেজড থ্রেটস বা অনলাইন থ্রেটস এক ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার হামলা হতে পারে। ব্যবহারকারীদের অসতর্কতার পাশাপাশি অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়েও এ ধরনের সাইবার হামলা চালানো সম্ভব। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। গত বছর বাংলাদেশে শনাক্ত করা সাত লাখের বেশি সাইবার হামলার হুমকিগুলো মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে ইনস্টল করা ক্যাসপারস্কি সিকিউরিটি সলিউশনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে ক্যাসপারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলংকার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং জানিয়েছেন, সাইবার হামলার হুমকি ঠেকাতে বেসিক ফায়ারওয়াল ও অ্যান্ড পয়েন্ট সলিউশন এখন আর যথেষ্ট নয়। আর তাই সাইবার হুমকি থেকে নিরাপদ থাকতে হলে ডিজিটাল অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক ম কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সদর উপজেলার খুলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছের্ যাব-১৫। বুধবার দিবাগত রাত ২টার দিকে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। র্ যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতের্ যাব-১৫ এর একটি দল শহরের কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল মাঝের ঘাট রাস্তার ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কিছু ব্যক্তির্ যাবের উপস্থিতি টের পেরে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা ১টি রামদা, ৩টি ছুরি (১টি বড়), ১টি লোহার তৈরি কুড়াল সদৃশ্য দেশীয় তৈরি অস্ত্র, ১টি এসএস পাইপ, ১টি কাঠের লাঠি, ১টি টর্চ লাইট, ৪টি এন্ড্রয়েট এবং ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুলস্নাহ খান (২৫), সৈয়দ হোছেন প্রকাশ সোনা মিয়া (২০), মো. আরিফ (২৪), সৈয়দুল করিম (২৫), আরাফাত উদ্দিন প্রকাশ সুজন (২১), খাইরুল বাশার প্রকাশ হাছান (২৬), মজিবুর রহমান (৩৩) ও মো. বাদল প্রকাশ বাহাদুর (২৮)। রাজধানীর বাড্ডায় 'সিলিন্ডার বিস্ফোরণে' একজনের মৃতু্য ম যাযাদি রিপোর্ট ঢাকার বাড্ডার এক বাসায় 'সিলিন্ডার বিস্ফোরণে' একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, 'বিস্ফোরণের সম্ভাব্য কারণ গ্যাস সিলিন্ডারের লিকেজ।' বিস্ফোরণে ফ্ল্যাটের জানালার কাচ, আসবাবপত্র ভেঙেচুরে গেছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।