শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

  ৩০ মে ২০২৪, ০০:০০
খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় খুলনায় বুধবার 'আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪' উদযাপিত হয়েছে। দিবসটি সর্বস্তরের জনসাধারণের কাছে তুলে ধরতে বিশেষর্ যালি ও খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের সম্মানিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা, সশস্ত্র বাহিনী পরিচালিত বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিএনসিসি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় অনুষ্ঠানে শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৯ মে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশে দিবসটি পালনের লক্ষ্যে খুলনায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশির্ যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।র্ যালিটি শহরের শিববাড়ী মোড় হতে শুরু হয়ে খুলনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ ময়দানে এসে শেষ হয়। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে