শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল সামাদ-ফওজিয়া ফাউন্ডেশন

  ২৯ মে ২০২৪, ০০:০০
৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল সামাদ-ফওজিয়া ফাউন্ডেশন

ঢাকা লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি কিংবদন্তি নারীনেত্রী বেগম ফওজিয়া সামাদ কর্তৃক ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কুসুমকলি স্কুলের দরিদ্র ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীকে সম্প্রতি এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করেছে সামাদ ফওজিয়া ফাউন্ডেশন। ফওজিয়া সামাদ সেন্ট্রাল হলে ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন সামাদ ফওজিয়া-ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সাবরিনা সামাদ।

কুসুমকলি স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক নিলু বিলকিস রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি গুলশান আনোয়ারা হক, মাহবুবা কবির রুমঝুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর শবনম সুলতানা এবং সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির।

এ সময় ক্লাবের সব পর্যায়ের সদস্য এবং সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সালাম মাহমুদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে