শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

  ২৮ মে ২০২৪, ০০:০০
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন ভাইস চ্যান্সেলর। এ সময় রাষ্ট্রপতিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফুলেল শুভেচ্ছা জানান এবং ভাইস চ্যান্সেলর হিসেবে তাকে নিযুক্ত করায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে গৃহীত নানা পদক্ষেপ, বিধিবিধানসমূহ ও উন্নয়নমূলক কার্যক্রম একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, পরীক্ষার সেশনজট দূরীকরণ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অগ্রগতি ও কারিকুলাম/সিলেবাস প্রণয়নসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করেন।

এ সময় রাষ্ট্রপতি অত্যন্ত আগ্রহ ও ধৈর্যসহকারে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে শোনেন। প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত ১৭ একর জমিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের অগ্রগতি এবং ৩ একর জমির ওপর সৌদি আরবের অর্থায়নে 'অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট' নির্মাণে চলমান কার্যক্রম সম্পর্কে জানতে পেরে রাষ্ট্রপতি সন্তুষ্ট হন। তিনি বলেন 'অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট' প্রতিষ্ঠা পেলে এর মাধ্যমে আরবি ভাষায় দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার সুযোগ পাবে। একই সঙ্গে 'অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট' হতে আরবি ভাষায় দক্ষতা অর্জন করার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স বৃদ্ধিসহ আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

এছাড়াও প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। তিনি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও উন্নয়নে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সফলতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে