ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে 'ভারত-বাংলাদেশ স্টাডি এবং সাংস্কৃতিক কেন্দ্র' (ওইঝঈঈ) স্থাপনের লক্ষ্যে ভারতের ওড়িশা প্রদেশের কলিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) ও বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে গত ১৬ মে অনলাইন অনুষ্ঠানে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান এবং কেআইআইটির উপাচার্য প্রফেসর ড. সরঞ্জিত সিং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন।
ওইঝঈঈ- প্রতিষ্ঠার লক্ষ্য হলো একাডেমিক সম্পর্ক বৃদ্ধি করা, গবেষণা ও শিক্ষার সমন্বয় অর্জন করা, বাংলাদেশ ও ভারতের ঐঊওং-এর মধ্যে সহযোগিতা করা, যুবদের সম্প্রসারণ করা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যকে উন্নীত করা। চলতি বছরের ২৮ জানুয়ারি কওওঞ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. অচু্যতা সামন্তের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. সবুর খানের একটি বৈঠক হয়। ওই বৈঠকে আইবিএসসিসির পরিকল্পনাটি সূচনা করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি