শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪-এর নবীনবরণ অনুষ্ঠিত

  ২৮ মে ২০২৪, ০০:০০
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪-এর নবীনবরণ অনুষ্ঠিত

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালস্নী ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্ণীপুরের (ইউনানী) প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক হাকিম কামরুন নাহার পলিন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হামদর্দ বাংলাদেশের পরিচালকরা বক্তব্য রাখেন। নবীনবরণ শেষে বিভিন্ন বিভাগের স্প্রিং সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে