শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি :কাদের

যাযাদি রিপোর্ট
  ২৮ মে ২০২৪, ০০:০০
দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বাংলাদেশে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিএনপি। অতীতেও আমরা দেখেছি তারা দুর্যোগে মানবিক কোনো আবেদন নিয়ে মানুষের পাশে দাঁড়ায় না। বিএনপির নেতাদের কাজ হচ্ছে শুধুমাত্র ফটোসেশন করা।'

সোমবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে। কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা দলের বিভাগীয় টিম সার্বিক খোঁজখবর নিচ্ছে। তারাও ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করবেন।

সেতুমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৈদু্যতিক লাইন ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকার জনপ্রতিনিধি ও নেতাদের পাশে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ অর্থ প্রদানের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারারাত জেগে দুর্যোগপূর্ণ এলাকা মনিটরিং করেছেন এবং মানুষের খোঁজখবর নিয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অতি দ্রম্নতই তিনি পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা দলের বিভাগীয় টিম সার্বিক খোঁজখবর নিচ্ছে। তারাও ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে