শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বেনাপোল বন্দরে ৫ দিন পর শুরু আমদানি-রপ্তানি

যাযাদি ডেস্ক
  ২৪ মে ২০২৪, ০০:০০
বেনাপোল বন্দরে ৫ দিন পর শুরু আমদানি-রপ্তানি

ভারতের লোকসভা নির্বাচন, বাংলাদেশের উপজেলা নির্বাচন ও বুদ্ধ পূর্ণিমা মোট পাঁচ দিনের ছুটি শেষে বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, 'পাঁচ দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।'

এদিকে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাক জটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক বন্দর এলাকা, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে বলে ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, 'সোমবার ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হওয়ায় ওই দেশের সরকার শনিবার থেকে সোমবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। অপরদিকে মঙ্গলবার বাংলাদেশের শার্শা উপজেলা নির্বাচন ও বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। তাই এ পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল।'

তবে শনি, রবি ও সোমবার বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোনো বাধা ছিল না। বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে