সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

প্রতিনিধি
সৌদিতে পৌঁছেছেন ৩৭ হাজার হজযাত্রী ম যাযাদি রিপোর্ট চলতি বছর হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ হজযাত্রী। বৃহস্পতিবার (২২ মে) সবশেষে হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সৌদিতে আসা সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার ৭৪৭ জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৩ হাজার ২৪২ জন। মোট ফ্লাইট সংখ্যা ৯৩ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়েছেন পাঁচ হাজার ৪৬৪ জন। সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে প্রদত্ত সার্ভিস সংখ্যা পাঁচ হাজার ৭০৮টি। সর্বমোট ইসু্যকৃত ভিসা ৮৪ হাজার ৩১৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৭ শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ। সৌদি আরবে মারা গেছেন তিনজন হজযাত্রী। সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত ম যাযাদি ডেস্ক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে রাকেশ হোসেন (৩০) নামের এক ভারতীয় যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর পিলারে ছয় নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রাকেশ কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে বলে জানা যায়। জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ছয় নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ভারতীয় যুবক নিহত হন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়। ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, 'সীমান্তে কয়েক রাউন্ড ফায়ার হয়েছে, বিষয়টি আমরা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।' তিনি জানান, এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। কক্সবাজার সৈকতে তরুণীর মরদেহ ম কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর বয়স ১৮-২০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে মো. রাকিবুজ্জামান বলেন, কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় সাগরের জোয়ারের পানিতে এক তরুণীর মরদেহ ভেসে আসে। পরে স্থানীয়রা বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, নিহত তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরনে ছিল থ্রিপিস। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।