প্রার্থী নিহতের ঘটনায় রায়পুরা উপজেলায় নির্বাচন স্থগিত

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

নরসিংদী ও রায়পুরা প্রতিনিধি
তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হন। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সব পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে বৃহস্পতিবার বাদ আসর উপজেলার প্রাণকেন্দ্র সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ এবং পরে তার নিজ এলাকা উপজেলার চরসুবুদ্ধি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সুমনের জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। পরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সুমনের মৃতু্যতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার স্বজনারা। বাড়িতে চলছে আহাজারি। এর আগে বুধবার দুপুরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনি প্রচারে গেলে সুমনসহ তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সুমন। এ ঘটনায় অভিযোগ ওঠে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের বিরুদ্ধে। নিহত সুমন মিয়া (৪০) উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে ও তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি একসময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।