মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

জামায়াত নেতা এটিএম আজহারসহ ১১ জনের কারাদন্ড

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৪, ০০:০০
জামায়াত নেতা এটিএম আজহারসহ ১১ জনের কারাদন্ড

রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের পৃথক দুই ধারায় দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন।

আসামি পক্ষে আইনজীবী মুজাহিদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পৃথক দুই ধারায় দুই বছরের কারাদন্ডের কথা উলেস্নখ থাকলেও কারাভোগ করতে হবে দেড় বছর।'

সাজাপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ।

এদিকে সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১০ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে