দেশে মাথাপিছু গড় আয় ৩ লাখ টাকা ছাড়াল
প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে গড় মাথাপিছু আয় বাড়ল। বাংলাদেশ পরিসংখ্যান বু্যরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে।
এ ছাড়া টাকার অঙ্কে প্রথমবারের মতো মাথাপিছু বার্ষিক গড় আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে টাকার অঙ্কে মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।
সোমবার রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়- এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।
বিবিএসের হিসাবে গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।
মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক
আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয় তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়।
এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। গত অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস।