ঢাকায় শিশু অপহরণের অভিযোগে নারী গ্রেপ্তার
প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
দুই বছরের এক কন্যাশিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে সুমাইয়া আক্তার (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকার বাড্ডা থানা পুলিশ।
সোমবার ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
সুমাইয়া রাজধানীর উত্তর বাড্ডা এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে থাকে জানিয়ে বাড্ডা থানার ওসি ইয়াসীন গাজী বলেন, মরিয়ম নামের যে শিশুকে অপহরণ করা হয়েছিল, তার বাবা মনু মিয়া একজন দিনমজুর। আর শিশুর মা রিমা বিবি বাসাবাড়িতে কাজ করেন। তারা উত্তর বাড্ডায় থাকেন।
ওসি আরও বলেন, 'একই এলাকায় পাশাপাশি থাকার কারণে রিমা বিবির সঙ্গে সুমাইয়ার একটা সুসম্পর্ক হয়। এই সুসম্পর্কের সূত্র ধরে সুমাইয়া অপহরণের ঘটনা ঘটায়।'
বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, গত ১৮ মে শিশুটিকে অপহরণ করে চাঁদপুরে নিয়ে যায়। এরপর সেখান থেকে মুক্তিপণ হিসাবে ১০ হাজার টাকা চেয়েছিলেন সুমাইয়া। বিষয়টি শিশুটির বাবা-মার কাছ থেকে জানতে পেরে পুলিশ তৎপর হয়ে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী নারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজন।